বিশ্বের প্রথম সিএনজি-চালিত মোটরসাইকেল বাজারে নিয়ে আসছে বাজাজ অটো।
বিশ্বের প্রথম সিএনজি-চালিত মোটরসাইকেল বাজারে নিয়ে আসছে বাজাজ অটো। যা বাজারে ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টি করেছে। বাজারে সিএনজি-চালিত মোটরসাইকেল আসার খবর অনেক আগে থেকেই শোনা যাচ্ছিল। কিন্তু এইবার তা নিশ্চিত করেছে বাজার কোম্পানির সিইও।
বাজাজ কোম্পানির সিইও রাজীব সম্প্রতি জানান তারা বিশ্বের প্রথম সিএনজি মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই খবর প্রকাশের পর থেকে ইতিমধ্যেই এই বাইক নিয়ে নানা গুন্জন শুরু হয়েছে ব্যবসায়িক মহলে। আর হবে নাই বা কেন! এতদিন সিএনজি চার চাকা ও তিন চাকা দেখেছে বিশ্ববাসী কিন্তু সিএনজি মোটরসাইকেল এখনও পর্যন্ত কেউ দেখেনি। তাই স্বাভাবিক ভাবেই দারুণ প্রত্যাশা লক্ষ্য করা গেছে।
পেট্রোল চালিত মোটরসাইকেলের তুলনায় বেশি মাইলেজ পাওয়া যাবে এই সিএনজি মোটরসাইকেলে, এমনই দাবি করছেন অনেকেই। তাছাড়া এই মোটরসাইকেলে পেট্রোলের তুলনায় পরিবেশ দূষণও হবে অনেক কম। রাইডার খুব সহজে একটি সুইচের মাধ্যমেই পেট্রোল থেকে সিএনজি মোডে ট্রান্সফার করতে পারবেন।
সিএনজি মোটরসাইকেলটিতে ১১০ সিসি ইঞ্জিন থাকতে পারে সঙ্গে সিএনজি সিলিন্ডার। যদিও কত ক্যাপাসিটির সিলিন্ডার এবং কীভাবে তা ব্যবহার করতে হবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি বাজাজ কর্তৃপক্ষ।
বাজাজ সিএনজি মোটরসাইকেল শুধু মাইলেজের দিক দিয়ে সেরা হবে না, দামও থাকবে মধ্যবিত্তের নাগালে। ভারতে ১ লাখ রুপি বা তার আশেপাশে থাকতে পারে বাইকের এক্স-শোরুম মূল্য। কোম্পানির সিইও রাজীব বাজাজ জানিয়েছেন যে আগামী জুন মাসেই সর্ব প্রথম ভারতের বাজারে বাজারজাত করবে এই সিএনজি মোটরসাইকেল।
বাজাজ কোম্পানির সিইও রাজীব সম্প্রতি জানান তারা বিশ্বের প্রথম সিএনজি মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই খবর প্রকাশের পর থেকে ইতিমধ্যেই এই বাইক নিয়ে নানা গুন্জন শুরু হয়েছে ব্যবসায়িক মহলে। আর হবে নাই বা কেন! এতদিন সিএনজি চার চাকা ও তিন চাকা দেখেছে বিশ্ববাসী কিন্তু সিএনজি মোটরসাইকেল এখনও পর্যন্ত কেউ দেখেনি। তাই স্বাভাবিক ভাবেই দারুণ প্রত্যাশা লক্ষ্য করা গেছে।
পেট্রোল চালিত মোটরসাইকেলের তুলনায় বেশি মাইলেজ পাওয়া যাবে এই সিএনজি মোটরসাইকেলে, এমনই দাবি করছেন অনেকেই। তাছাড়া এই মোটরসাইকেলে পেট্রোলের তুলনায় পরিবেশ দূষণও হবে অনেক কম। রাইডার খুব সহজে একটি সুইচের মাধ্যমেই পেট্রোল থেকে সিএনজি মোডে ট্রান্সফার করতে পারবেন।
সিএনজি মোটরসাইকেলটিতে ১১০ সিসি ইঞ্জিন থাকতে পারে সঙ্গে সিএনজি সিলিন্ডার। যদিও কত ক্যাপাসিটির সিলিন্ডার এবং কীভাবে তা ব্যবহার করতে হবে সে বিষয়ে এখনও কিছু জানায়নি বাজাজ কর্তৃপক্ষ।
বাজাজ সিএনজি মোটরসাইকেল শুধু মাইলেজের দিক দিয়ে সেরা হবে না, দামও থাকবে মধ্যবিত্তের নাগালে। ভারতে ১ লাখ রুপি বা তার আশেপাশে থাকতে পারে বাইকের এক্স-শোরুম মূল্য। কোম্পানির সিইও রাজীব বাজাজ জানিয়েছেন যে আগামী জুন মাসেই সর্ব প্রথম ভারতের বাজারে বাজারজাত করবে এই সিএনজি মোটরসাইকেল।